তাবলীগী জামা‘আতের লোকেরা অনেক সময় বলেন, দীনের দা‘ ওয়াত দিতে গিয়ে কারো দরজায় কিছু সময় অপেক্ষা করা, কদরের রাত্রে বাইতুল্লায় গিয়ে হাজরে আসওয়াদ সম্মুখে রেখে ইবাদত করার চেয়েও উত্তম । তাদের এ কথা কি ঠিক?


লেখকঃ মুফতী মনসুরুল হক

উত্তর : হ্যাঁ একথা হাদীস শরীফে ষ্পষ্ট উল্লেখ আছে। হযরত আবু হুরাইরা (রাঃ) বর্ণণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন আলাহর রাস্তায় কিছু সময় খাড়া হওয়া অর্থাৎ দীনের দা’ওয়াত দেওয়া কদরের রাত্রে বাইতুল্লাহ শরীফে হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে ইবাদত করার থেকেও উত্তম। এ রিওয়ায়াত বাইহাকী শরীফে ও ইবনে হিব্বান শরীফে বর্ণিত আছে। [প্রমাণঃ কানযুল উম্মাল, ৪ : ২৮৪/ আত-তারগীব, ২ : ৩৪৬ / দুররে মানসুর, ২ : ১১৫]

এখানে আপনার মন্তব্য রেখে যান